ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ভুল্লি নদীর বাঁধ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ভুল্লি নদীর বাঁধে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নওশাদ (২২) নামে এক  বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাঁধ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নওশাদ ঠাকুরগাঁও পৌরসভা এলাকার শাহাপাড়ার নবাবের ছেলে।

তিনি রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে নওশাদসহ কয়েকজন বন্ধু ভুল্লি বাঁধ দেখতে এসে গোসল করতে নামেন। গোসল করার সময় হঠাৎ নওশাদ পানির নিচে তলিয়ে যান। এসময় বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে স্থানীয় লোকজন পানিতে নামে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে নওশাদকে পানির নিচ থেকে উদ্ধার করে।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুব্রত কুমার সেন মৃত বলে ঘোষণা করেন।

এদিকে নওশাদের বাড়িতে মরদেহ নিয়ে এলে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।