ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ঈশ্বরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

শনিবার (১৮ আগস্ট) দুপুরে ঈশ্বরগঞ্জ কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ গেটে জড়ো হয়ে সমাবেশ করে তারা।

এ সময় সমবেশে একই দাবিতে রোববার (১৯ আগস্ট) ময়মনসিংহ-কিশোরগঞ্জে ‘অবরোধ’ কর্মসূচি ঘোষণা করে তারা।

শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ কলেজের শিক্ষার্থীদের প্রায় ১৮ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজ কেন্দ্রে গিয়ে এইচএসসি পরীক্ষা দিতে হয়।

ওই কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বৈরি আচরণসহ নানা অভিযোগ এনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

কলেজ সরকারিকরণের বিরুদ্ধে আঠারবাড়ি কলেজের দায়ের করা রিট প্রত্যাহার ও কেন্দ্র পরিবর্তনের দাবিতে গত ১১ আগস্ট থেকে টানা আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীরা।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিশ শরমিন বাংলানিউজকে জানান, আলোচনায় বসে রিট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিটি জটিল। সেটি বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।