ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি কারখানার সামনে শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

সাভার: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেছেন ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিকরা।

শনিবার (১৮ আগস্ট) সকাল থেকে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের পোশাক কারখানায় দিনব্যাপী এ কর্মবিরতি পালন করে তারা।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় সকাল ৮টায় ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে।

এ সময় তারা কর্তৃপক্ষের কাছে গত জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানায়। কিন্তু দফায়-দফায় বৈঠক করার পরও কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের কোনো আশ্বাস না দেওয়ায় দুপুর থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে।  

লাইলি আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক অভিযোগ করেন, গত ছয় মাস ধরে মালিকপক্ষ যথা সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না।  

ইউনাইটেড অ্যাপারেলস পোশাক কারখানার চেয়ারম্যান সাউদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।  

শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা সামিনুর রহমান শামীম বাংলানিউজকে বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ