ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ধোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
নওগাঁয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ধোধন নওগাঁয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ধোধন

নওগাঁ: নওগাঁয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ( ১৮ আগস্ট) দুপুরে শহরের পার-নওগাঁয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাশিদুল হক, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-শরীদ, গণপূর্ত বিভাগের নওগাঁর নির্বাহী প্রকৌশলী ওসমান গণি প্রমুখ।

 

উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।