[x]
[x]
ঢাকা, শনিবার, ৩১ ভাদ্র ১৪২৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

তজুমদ্দিনে মাটিচাপা পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৮ ৪:০৮:৩৫ এএম
ভোলা

ভোলা

ভোলা: ভোলার তজুমদ্দিনে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে নজরুল (৩৫) নামে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি মুচিবাড়ির কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নজরুল ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন, তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম জানান, মাহারকান্দি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে একটি পুকুর খনন করছিলেন নজরুল। এ সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ উদ্ধার করেছে। 

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮ 
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   মৃত্যু ভোলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa