ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় ইজিবাইক চালক নিহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
বাগেরহাটে বাসচাপায় ইজিবাইক চালক নিহত, সড়ক অবরোধ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় যাত্রীবাহী বাসের চাপায় ইউনুচ হাওলাদার (৩০) নামে এক ইজিবাইক নিহত হয়েছেন। 

শনিবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এতে ওই বাসের ৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইজিবাইক চালক ইউনুচ হাওলাদার উপজেলার রাজৈর গ্রামের মৃত মোবারেক হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- বাসযাত্রী বলরাম কৃত্তনীয়া (৫৬), রাকিব (১৬), সুকুমার শিকদার (৪৮), হাসান হাওলাদার (২৮) ও জাকির হাওলাদার (৩২)।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।  

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বাংলানিউজকে জানান, মোড়েলগঞ্জ থেকে তাফালবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা (ঢাকা-চ ৯৩০) একটি মিনিবাস রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।  

বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।