ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু 

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে ফুলমুণি হাজদা (৫০) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ভেরম সোনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমুণি হাজদা ভেরম সোনাদিঘী গ্রামের সেভেন মরম এর স্ত্রী।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ভাত রান্না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সেভেন মরম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ফুলমুণি।  

ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সেভেন মরমকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।