ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
গাজীপুরে বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় বাবুল হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে আল আমিন (৩২) নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।