ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শুভা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বাদ্দাচর ব্রিজে ওপর এ দুর্ঘটানা ঘটে। নিহত শুভা সদর উপজেলার ভেলানগর এলাকার ব্যবসায়ী খোকন মিয়ার মেয়ে।

সে নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী ছিল বলেও জানা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কানে হেডফোন লাগিয়ে ওই শিক্ষার্থী বাদ্দাচর ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিল। এসয়ম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।