ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যানবাহনের চাপ কমেছে পাটুরিয়ায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
যানবাহনের চাপ কমেছে পাটুরিয়ায় টার্মিনালে জমে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পারাপার হচ্ছে

মানিকগঞ্জ: যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের বাড়তি চাপ কমেছে। বর্তমানে টার্মিনালে জমে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হচ্ছে।

শুক্রবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আশিকুজ্জামান।

তিনি জানান, সারাদিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণাঞ্চলমুখী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির বেশ চাপ ছিল।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়িগুলো পারাপার করা হয় অগ্রাধিকার ভিত্তিতে।  

এতে করে পাটুরিয়া ঘাটের টার্মিনালে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়াল দিয়ে সাময়িকভাবে আটকে রাখা হয়। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ কম থাকায় এখন সেগুলো নৌরুট পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
কেএসএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ