ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)।

নিহতদের মধ্যে আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জানা গেছে, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।  

স্বজনদের ধারণা, শিশুদের একজন প্রথমে পানিতে পড়ে গেলে অপর দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে পানিতে ডুবে তিনজনেরই মৃত্যু হয়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।