ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
টাঙ্গাইলে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার দেশীয় অস্ত্রহস আসট সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইল: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় মামলার আসামি জাহাঙ্গীর হোসেন (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়।  

জাহাঙ্গীর সিলিমপুর ইউনিয়নের দক্ষিণ বরুহা এলাকার মৃত বদরুউদ্দিনের ছেলে। তার নামে টাঙ্গাইল সদর থানায় অস্ত্র, ডাকাতি, গণধর্ষণসহ নয়টি মামলা রয়েছে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।