ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খানজাহান আলী বিমানবন্দরের জন্য জমির দখল হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
খানজাহান আলী বিমানবন্দরের জন্য জমির দখল হস্তান্তর খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর অনুষ্ঠান

বাগেরহাট: বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্তদের চেক দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অধিগ্রহণকৃত ৫২৯ একর জমির দখল হস্তান্তর করে।  

দখল হস্তান্তর ও চেক দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুন নাহার, সিএএবি এর অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প পরিচালক মো. শহীদুল আফরোজ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসন জমির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক দেওয়া হয়।  

বাংলাদেশ  সময়: ১৫০৮ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।