ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে নির্মাণাধীন ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
বকশীগঞ্জে নির্মাণাধীন ইটভাটাকে জরিমানা নির্মাণাধীন ইটভাটা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে নির্মাণাধীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় বিনা অনুমতিতে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক বাংলানিউজকে জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে হাফিজুর রহমান ফিরোজ নামে এক ব্যক্তি কৃষি জমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।  

এসময় ইটভাটা স্থাপন সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিনা অনুমতিতে ইটভাটা স্থাপনের জন্য তাৎক্ষণিক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তি যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।