ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আসামের নাগরিক তালিকা বাতিলের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
আসামের নাগরিক তালিকা বাতিলের আহ্বান মানববন্ধনে বক্তারা

ঢাকা: ভারতের আসামের বাঙালিরা যুগ যুগ ধরে সেখানে বসবাস করছেন। তারা সেখানেরই নাগরিক। আসামের ৪০ লাখ নাগরিকের নাগরিকত্ব অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিছেন সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম বাংলাদেশের নেতারা। 

শুক্রবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

আসামের ৪০ লাখ নাগরিকের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাল বাঙালি, রফিকুল ইসলাম পথিক, আলমগীর রনি, মনিরুল কবির, নাসির উদ্দিন প্রমুখ।

সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বাচ্চু  মিয়া বলেন, আসামের ৪০ লাখ নাগরিককে রাষ্ট্রহীন নাগরিক করার অপচেষ্টা চলছে। সেখানে বাঙালিদের বিতাড়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগের ফলে ভারতসহ এ অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে।  

অবিলম্বে এই নাগরিক তালিকা বাতিলের আহ্বান জানান তিনি।

ফোরামের সহ সভাপতি বেলাল বাঙালি বলেন, আসামে সব ধর্ম-বর্ণের মানুষ দীর্ঘদিন ধরে মিলে মিশে বসবাস করছে। তবে এখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেখানে ৪০ লাখ নাগরিকের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলছে।  

আসাম থেকে বাঙালি বিতাড়নের প্রক্রিয়া বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি তিনি আহ্ববান জানান।

মানবন্ধনের আয়োজকরা জানান, আসামের নাগরিক তালিকা বাতিল না করা হলে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরামের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার সব দেশে প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।