ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। 

শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ওই এলাকায় এলিগেন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।  

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, হোতাপাড়া এলাকায় এলিগেন লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।