ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ৩ মাদকবিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
কিশোরগঞ্জে ৩ মাদকবিক্রেতার কারাদণ্ড সাজাপ্রাপ্ত তিন মাদকবিক্রেতা

কিশোরগঞ্জ: ইয়াবাসহ আটকের পর তিন মাদকবিক্রেতাকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকার মো. ওসমান গণির ছেলে শহীদুল ইসলাম দিদার (২৮), শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকার আমিনুল ইসলামের ছেলে রায়হান (১৮), ও একই এলাকার রবি মিয়ার ছেলে রফিক (৩৫)।

এর আগে রাত ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সহযোগিতায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮ 
এসআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।