ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ১০

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাসের যাত্রী ও ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এনা পরিবনের এসি বাসটি কোমরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি মহাসড়কের পাশের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে।  

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।