ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সামছের আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র বাংলানিউজকে জানান, শফিকুল ব্র্যাক পত্নীতলা শাখার হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাতে আফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে উপজেলার ব্র্যাক আফিসের কিছু দূরে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল।  

ওপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad