ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শমরিতা-বিআরবিসহ ৩ হাসপাতালকে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
শমরিতা-বিআরবিসহ ৩ হাসপাতালকে ১৮ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর পান্থপথ এলাকায় স্বনামধন্য শমরিতা, বিআরবি ও বাংলাদেশ স্পাইন হাসপাতাল তিনটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত হাসপাতালগুলোতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বাংলানিউজকে জানান, চিকিৎসকের নাম ব্যবহার করে সাধারণ কর্মচারীরা রোগ নির্ণয়ের পরীক্ষার রিপোর্টে স্বাক্ষর করছিলো। সেসব রিপোর্টে একজন চিকিৎসকের নামে কয়েক রকমের স্বাক্ষর পাওয়া গেছে।

এছাড়া রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ব্যবহার এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল তিনটিকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
পিএম/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।