ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ শিশু আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ শিশু আহত

ঢাকা: চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাজধানীতে তিন শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে এ দুঘটনা ঘটে। আহতরা হলো- ফরহাদ (১৭), স্বপন (১৭) এবং হোসেন (১৩)।

আহত তিন শিশুই টোকাই বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমান বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কমলাপুর থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ছাদে অন্যান্য যাত্রীদের সঙ্গে আহত তিন শিশুও ছিল। ট্রেনটি চলন্ত অবস্থায় খিলখেত ও কাওলা এর মধ্যবর্তী স্থান বনরূপা রেললাইনে পৌঁছালে ছাদ থেকে ওই শিশুরা নিচে পড়ে যায়। পরে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানান, শিশু তিনটি একটি টর্চ লাইট নিয়ে চলন্ত ট্রেনের ছাদে খেলা করছিলো। এ সময় টর্চটি কাড়াকাড়ির একপর্যায়ে তারা নিচে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এজেডএস/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।