ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কটন মিল নেতাদের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কটন মিল নেতাদের সাক্ষাৎ কটন মিল নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার

ঢাকা: বাংলাদেশ কটন মিল অ্যাসোসিয়েশনের নেতারা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ কটন মিল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী আলীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে যায়।

বৃহস্পতিবার ( ১৬ আগস্ট) ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারত কটন অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন কাজ করছে জানিয়ে ভারতীয় হাইকমিশনারের প্রতি সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ ৪৬ শতাংশ কটন ভারত থেকে আমদানি করে থাকে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।