ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ২ হাজার মাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
কুড়িগ্রামে ২ হাজার মাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা মা-দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিনব্যাপী গাইনী ও শিশু বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক দুই হাজার গর্ভবতী ও ছয় মাস বয়সী শিশুর মাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

কুড়িগ্রাম টাউন হলে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, উন্নয়নকর্মী তাহমিনা আক্তার মিনা, প্রভাষক দিলরুবা আক্তার ঝুমা প্রমুখ।

সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি প্রায় দুই হাজার গর্ভবতী ও ছয় মাস বয়সী শিশুর মাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়। এছাড়া সরকারি এ কর্মসূচির আওতায় কার্ডধারী এসব মাকে ৫০০ টাকা করে পুষ্টি ভাতা সহায়তা দেওয়া হয়।

কুড়িগ্রাম পৌরসভায় প্রতিবছর এ তহবিল কর্মসূচি’র আওতায় উপকারভোগী নির্বাচন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এফইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।