ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে প্রতিপক্ষের আঘাতে আহত যুবকের মৃত‌্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
চুনারুঘাটে প্রতিপক্ষের আঘাতে আহত যুবকের মৃত‌্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও গ্রামে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত মহিবুল হোসেন (৩৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত মহিবুল লাতুরগাঁও গ্রামের মৃত মতলিব হোসেনের ছেলে।

 

এর আগে, গত ১৩ আগস্ট সকালে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মহিবুল আহত হন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুন নূর ও তার লোকজনের সঙ্গে মহিবুলের ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মহিবুলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে মহিবুল হোসেনে বড় ভাই সফিক মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মিরাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বাংলানিউজকে জানান, মহিবুল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আগে একটি মামলা ছিলো। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।