ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারী: নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুন নাহার (৩২) নামে আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের সরদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত শামসুন নাহারকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বিষয়টি নিশ্চিত বাংলানিজকে বলেন, নিজ বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন লাকি। তাকে বাঁচাতে শামসুন নাহার নামে এক নারী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।  

আহত শামসুন নাহারকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।