ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার মেয়র-কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
শপথ নিলেন কক্সবাজার পৌরসভার মেয়র-কাউন্সিলররা নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেছন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথমে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলর পরিষদ সদস্যরা হলেন- সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর শাহেনা আকতার, ২ নম্বর আসনের ইয়াছমিন আকতার, ৩ নম্বর আসনের জাহেদা আকতার, ৪ নম্বর আসনের নাছিমা আকতার, সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের মো. দিদারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ডের ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ৮ নম্বর ওয়ার্ডের রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাজী মোরশেদ আহম্মদ বাবু।  

প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ায় এখানে নির্বাচিত মেয়রকে নিয়ম অনুসারে বিভাগীয় কমিশনার শপথবাক্য পাঠ করান। আগের সময়ে পুরো পরিষদ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিসে ধর্ণা দিতে হতো শপথ নিতে। কিন্তু এবারেই প্রথম বিভাগীয় কমিশনার কক্সবাজার এসে শপথবাক্য পাঠ করালেন।

এ সময় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলসহ দলীয় নেতাকর্মী এবং জেলা প্রশাসনে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ জুলাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার সপ্তাহ না পেরোতেই ২ আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার নতুন পৌর পরিষদ শপথ নিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ভারপ্রাপ্তের ভারে নূয়েপড়া পর্যটন রাজধানীর পৌরসভাকে ভার মুক্ত করলো বলে মনে করছেন স্থানীয় বোদ্ধামহল।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।