ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ঈদে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

রাজশাহী: আসন্ন ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর কোরবানির পশুর হাট, বাজার ও মার্কেটসমূহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।

সভায় আগত প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মার্কেট কমিটির প্রতিনিধিদের মার্কেটে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা লাগানোর জন্য আহ্বান জানান। পাশাপাশি মার্কেট সংলগ্ন এলাকায় টহল টিম বাড়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।

কোরবানির পশুর হাটে পুলিশ কন্ট্রোলরুম ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরিএমপি কমিশনার এ কে এম হাফিজ। অজ্ঞান পার্টি/মলম পার্টির কবলে যেন কেউ না পড়ে সে ব্যাপারে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরত্বারোপ করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, উপ-কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-কমিশনার (শাহ মখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা, উপ-কমিশনার (এস্টেট) সাইফউদ্দিন শাহিন, উপ-কমিশনার (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-কমিশনার (মতিহার) সাজিদ হোসেন, উপ-কমিশনার (ডিবি) আলমগীর হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, সিটি হাটের সভাপতি আতিকুর রহমান কালু, বেনেতী ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

এছাড়া সভায় মহানগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সেক্রেটারি, বিজিবি প্রতিনিধি, র‌্যাব-৫ এর প্রতিনিধি, ডিজিএফআই-এর প্রতিনিধি, এনএসআই-এর প্রতিনিধিসহ আরএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।