ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জিরায় ভেজাল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
জিরায় ভেজাল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান মসলার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরের বাদুরতলা এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জিরায় ভেজাল মেশানোর দায়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
 
পেশকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের বাদুরতলা এলাকায় অবস্থিত মসলার প্রতিষ্ঠান আলী এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জিরার ভেতর পানের মসলা মহুরি মেশানোর দায়ে প্রতিষ্ঠানের মালিক আলী আহমেদকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।