ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় শিশু নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখার প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

** বাসচাপায় শিশু নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ঘটনার পর বাহুবল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় তিনি বাংলানিউজকে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনায় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলেছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিলীমা নামে আট বছরের এক শিশুকে চাপাদিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুইদিকে শতশত গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়ে বাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।