ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন বঙ্গবন্ধু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
‘মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে আবিষ্কার করেছেন। তিনি বাঙালিকে ভালোবেসেছেন এবং সম্মান দিয়েছেন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় এবং তাদের কল্যাণে কাজ করতে হয় তাও শিখিয়েছেন তিনি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে (২য় তলা) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করার মতো আত্মতুষ্টি পৃথিবীতে অন্য কোনো কাজে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতো বাঙালিকে ভালোবেসে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. আমিনুল ইসলাম বক্তব্য দেন।  

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও কীর্তি জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামসুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, উপ সচিব জাহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো আব্দুর রাজ্জাক প্রমুখ।  

বঙ্গবন্ধু স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. মুনিরুছ সালেহীন এবং ‘কাঁদো বাঙালি কাঁদো’ (নির্মলেন্দু গুণ) কবিতাটি আবৃত্তি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাবেয়া বসরী।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad