ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসচাপায় শিশু নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
বাসচাপায় শিশু নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিশু নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় নিলীমা আক্তার নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টায়) অবরোধ চলছিল।

 

নিহত নিলীমা বাহুবলের নাদামপুর গ্রামের খোয়াজ মিয়ার মেয়ে। সে ওই এলাকার ২ নম্বর কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রণিতে পড়তো।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সিলেট থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিলীমা নামে এক শিশুকে চাপাদিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুইদিকে শতশত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।