ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
সাংবাদিক গোলাম সারওয়ারকে স্পিকারের শেষ শ্রদ্ধা  গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে গোলাম সারওয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্পিকার।
 
এ সময় স্পিকার বলেন, সাংবাদিকদের শিক্ষক এবং সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সাংবাদিকতা জগতের অগ্রদূত এবং বাতিঘর।

তিনি বস্তুনিষ্ঠ, নির্ভীক সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সোচ্চার এক কণ্ঠস্বর। আজীবন সাংবাদিকতা জগতের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন গোলাম সারওয়ার।  
 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। তিনি সংবাদমাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।
 
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসএম/এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।