ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গোমতী সেতুর টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-কুমিল্লার দু'ঘণ্টার রাস্তার যাতায়াতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টার মতো।

বৃহস্পতিবার ( ১৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দীর্ঘ যানজট দেখা যায়।

এর আগে মঙ্গলবার  (১৪ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়।

টানা তিনদিনের যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখোরা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাফিক সপ্তাহে মামলার ভয়ে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে নামানো হয়নি। তাছাড়া মহাসড়কে কোরবানির গরুবোঝাই গাড়ির চাপও বেড়েছে। ফলে সড়কে এ যানজট লেগেছে। দ্রুত যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

এদিকে ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা
হবে। এই কারণে সড়কে দীর্ঘ যানজটের আকার ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।