ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফের শীর্ষ মাদকব্যবসায়ী ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
টেকনাফের শীর্ষ মাদকব্যবসায়ী ঢাকায় আটক টেকনাফের শীর্ষ মাদকব্যবসায়ী ঢাকায় আটক (প্রতীকী ছবি)

ঢাকা: রাজধানীর এ্যালিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের জহির আহম্মেদসহ ছয় মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (১৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, এ সময় আটকদের কাছ থেকে ২ লাখ ৭ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৬৪ হজার ১শ’ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।