[x]
[x]
ঢাকা, রবিবার, ১ আশ্বিন ১৪২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

বগুড়ায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৫ ৪:২৩:৪৭ পিএম
আটক-প্রতীকী ছবি

আটক-প্রতীকী ছবি

বগুড়া: বগুড়া শহরের পূর্ব পালসা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।

বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটকরা হলেন- পটুয়াখালীর গলাচিপার উত্তর বড় চর কাজল গ্রামের মৃত হাজী ইয়াছিনের ছেলে আব্দুল ওয়াদুদ (৫২) ও বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে জুয়েল শেখ (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব পালসা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৩টি মোবাইল ফোন ও নগদ ৬১ হাজার ৯০০ টাকাসহ দুই সন্ত্রাসীকে আটক করে র্যাব সদস্যরা। 

এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমবিএইচ/আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   আটক বগুড়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa