ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানী বিদ্যানিকেতনে প্রিমিয়ার ব্যাংকের শোকদিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বনানী বিদ্যানিকেতনে প্রিমিয়ার ব্যাংকের শোকদিবস পালন বনানী বিদ্যানিকেতনে শোকদিবসের আলোচনা সভা।

ঢাকা: প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্বা ডা. এইচবিএম ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুলের গভর্নিং বডির সভাপতি ও কাউন্সিলর মুক্তিযোদ্বা মফিজুর রহমান।

এসময় শোকদিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এইচবিএম ইকবাল।

দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) এবিএম আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।