ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, যুবক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চায়ের দোকানের ভেতরে ঢুকে কেড়ে নিয়েছে শফিউদ্দীন শফি (৩০) নামে এক যুবকের প্রাণ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। 

বুধবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলৎদিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

 

নিহত শফিউদ্দীন ওরফে শফি সদর উপজেলার দৌলৎদিয়াড় গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে দৌলৎদিয়াড় এলাকার একটি চায়ের দোকানে বসে শফিসহ ৩/৪ জন গল্প করছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ওই দোকানটির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফি নিহত হন। আহত হন আলামিন ও বেল্টু। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।