ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দুর্ঘটনাকবলিত বাস-সিএনজি। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কোণাপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরানখলা এলাকার মৃদু মিয়ার ছেলে ও সিএনজি অটোরিকশা চালক মো. আবুল হোসেন (১৮), একই উপজেলার পিরিজপুরের বাসিন্দা মো. মোশারফ হোসেন (২২) ও ভৈরব উপজেলার মিরারচর এলাকার বাসিন্দা বাহার মিয়া (৫২)।



কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ থেকে ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস ভৈরব হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি কোণাপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়। এ সময় উপস্থিত বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এনটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।