ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষার্থী অান্দোলনে ফেসবুকে উসকানির অভিযোগে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
শিক্ষার্থী অান্দোলনে ফেসবুকে উসকানির অভিযোগে গ্রেফতার ২

ঢাকা: বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনকে ঘিরে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক লেখা, ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান সিআইডির বিশেষ সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান।

তিনি জানানন, ফেসবুক পর্যালোচনা করে দেখা যায়, দুইজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতিকারী মিথ্যা তথ্য সম্বলিত বিভিন্ন উসকানিমূলক বক্তব্য অপপ্রচার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট লেখা, ছবি ও ভিডিও প্রচার করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট সোশ্যাল মিডিয়া মনিটরিং করে অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে।

যার ধারাবাহিকতায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর ও কামরাঙ্গিরচর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা (নং- ২৪) দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।