ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় শোকদিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
খাগড়াছড়িতে জাতীয় শোকদিবস পালিত জাতীয় শোকদিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়।
 
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) আলী আহমেদ খানসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান।

 

এছাড়া খাগড়াছড়ি টাউন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবসে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।