ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী  চলচ্চিত্র উপভোগ করছেন দর্শকরা-ছবি-বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এ আয়োজন করে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

এছাড়া উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ।

এসময় দু’টি স্থানে কয়েক শতাধিক মানুষ ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রটি উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন-ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান, পরিদর্শক নাজমুল হোসেন, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, বিপুল চন্দ্র সুজিত সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বাংলানিউজকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তরুণদের মধ্যে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতেই এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।