ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জিজ্ঞাসাবাদের জন্য ঢাবি ছাত্রীকে নিয়ে গেছে ডিবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জিজ্ঞাসাবাদের জন্য ঢাবি ছাত্রীকে নিয়ে গেছে ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে থেকে ডিবি পরিচয়ে তাসনীম আফরোজ ইমি নামের ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের  ছাত্রী।

তিনি স্লোগান-৭১ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি জামালপুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমি বান্ধবীর সঙ্গে হলের সামনে চায়ের দোকানে অবস্থান করার সময় ডিবি পরিচয়ে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়।

ইমির বান্ধবীরা জানান, তিনি ফেসবুকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে  এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি এক ছাত্রীকে নিয়ে গেছে। বিষয়টি আমরা জানি।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।