ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়া পৌর মেয়র আকতারুল ইসলাম সাম‌য়িক বরখাস্ত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
কলারোয়া পৌর মেয়র আকতারুল ইসলাম সাম‌য়িক বরখাস্ত 

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাম‌য়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্র‌তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপ‌নে তা‌কে সাম‌য়িকভা‌বে বরখাস্ত করা হ‌য়।  

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে বলেন, কলারোয়া পৌর মেয়র আকতারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চার্জ‌শিটভুক্ত আসা‌মি।

তি‌নি দীর্ঘদিন পৌরসভায় আসেন না। পৌরসভায় না আসায় পৌরসভার সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানার পর গত ৮ আগস্ট পৌর আইনের-২০০৯ এর ৩১ ধারা এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আকতারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।