ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমারখালীর সেই শিক্ষক ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
কুমারখালীর সেই শিক্ষক ৫ দিনের রিমান্ডে

কুষ্টিয়া: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতারকৃত কুমারখালী উপজেলার জগন্নাথ (জেএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ-উদ-জামান এ আদেশ দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কটূক্তি করায় শিক্ষক মকছেদ আলীকে সোমবার (১৩ আগস্ট) রাতে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে কোর্টে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

** প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় প্রধান শিক্ষক আটক

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।