ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর কাফরুল-আগারগাঁও সড়কে প্রাইভেটকারের ধাক্কায় জামিল হোসেন অপু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অপু মগবাজারের আমবাগান এলাকার বাবুল মিয়ার ছেলে।

তিনি পেশায় এসি মিস্ত্রি ছিলেন।

বাবুল মিয়া বাংলানিউজকে জানান, তার ছেলে অপু মিরপুরের শেওড়াপাড়ায় একটি দোকানে এসির মেরামতের কাজ করতো। ধারণা করা হচ্ছে, ওই পাড়া থেকে বাইসাইকেলে করে মগবাজার আসার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেনিম মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে আগারগাঁও সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন অপু। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তা‍ৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান তার পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।