ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

২০ সেপ্টেম্বর খুলনা-৪ আসনের উপ-নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
২০ সেপ্টেম্বর খুলনা-৪ আসনের উপ-নির্বাচন ইসি ভবন

ঢাকা:  আগামী ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) খুলনা-৪ (রূপসা-দিঘলিয়-তেরখাদা) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ আগস্ট) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২০ সেপ্টেম্বর।

২৬ জুলাই খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এদিকে, খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক জাতীয় দলের ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ও মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ণর নাম আলোচিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।