ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিরিয়ানি খেয়ে সিরাজগঞ্জে অর্ধশত শিক্ষক অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
বিরিয়ানি খেয়ে সিরাজগঞ্জে অর্ধশত শিক্ষক অসুস্থ সিরাজগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)

সিরাজগঞ্জ: স্কাউটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ‘হাজী নান্নার বিরিয়ানি’ খেয়ে সিরাজগঞ্জে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে পিটিআই সিরাজগঞ্জের সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, সোমবার (১৩ আগস্ট) জেলা স্কাউটের আয়োজনে একটি ওরিয়েন্টেশনে প্রোগ্রাম চলছিল।

দিনব্যাপী ওই প্রোগ্রামে ১৯০ জন শিক্ষকসহ মোট ২২২ জন অংশ নেন। প্রশিক্ষণে দুপুরের খাবার হিসেবে হাজী নান্নার বিরিয়ানি দেওয়া হয়। ওইদিন বিকেলে থেকেই প্রায় অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে আরও বেশ কিছু শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোকলেসুর রহমান (৪২), মহশিন আলম (৩২), সাগর ইসলাম (৩২), জাকিরুল ইসলাম (৩০), মনিরুল ইসলাম, (৩৩), মানিক মিয়া (৩০), হুমায়রা (৩৪), শরিফুল ইসলাম (৩১), সুমা পারভিন (২৮), শিরিন বকুল (২৯) ও রহিমা বেগম (২৯)।

ভারপ্রাপ্ত সুপার ও অসুস্থ প্রশিক্ষণার্থীরা বাংলানিউজকে বলেন, ওরিয়েন্টেশনে বাজেটের টাকা বাঁচিয়ে হাজী নান্নার বিরিয়ানি দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়েই শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছেন।  

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বাংলানিউজকে জানান, সোমবার স্কাউটের প্রোগ্রামে ২২২ জন ওই খাবার খেয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৫/৭০ জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়েন। বিষয়টি জানার পর ওই হোটেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।  

এ বিষয়ে জেলা স্কাউটের সম্পাদক ছানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা প্রায় অনুষ্ঠানেই এখান থেকে খাবার সরবরাহ করি। এ ধরনের সমস্যা এর আগে হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।