ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ১০৬ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
লক্ষ্মীপুরে ১০৬ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ  ১০৬ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়া ১০৬ জন শ্রমিক পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক (টিআই) মামুন আল আমিন, সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নিশাদ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সহ-সভাপতি রাকিব পাটোয়ারী প্রমুখ।

আয়োজকরা জানায়, জেলার বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চালকের পরিবারকে ২০ হাজার টাকা করে, আহত ৯১ জনকে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।