ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে ‘সততা স্টোর’ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
কমলনগরে ‘সততা স্টোর’ উদ্বোধন সততা স্টোরের উদ্বোধন করছেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. তালেবুর রহমান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে দুর্নীতি দমন কমিশন ‘সততা স্টোর’ চালু করছে। লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সততা স্টোর চালু করা হয়।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে স্টোরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. তালেবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসা অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জায়েদ হোসেন ফারুকী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, উপকূল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান, চরবুস এসডিপি উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলমসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখানে পণ্য কেনা ও মূল্য পরিশোধের নিয়মাবলী রয়েছে। কিন্তু কোনো বিক্রেতা নেই। কোনো কিছু কিনতে হলে স্টোরে থাকা সংশ্লিষ্ট খাতায় পণ্যের বিবরণ লিখতে হবে শিক্ষার্থীকে। এরপর পাশেই রয়েছে টাকা জমা দেওয়ার বক্স। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।