ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মনপুরার বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবি, নিখোঁজ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
মনপুরার বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবি, নিখোঁজ ৬

ভোলা: ভোলার মনপুরার বঙ্গোপসাগরে প্রবল স্রোতের কবলে পড়ে মাছ ধরা দু’টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে চরনিজার ও ঢালচরের মধ্যবর্তী সাগরের ভাসানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিখোঁজ জেলেরা হলেন- বাশেদ, রিপন, শামিম, জাকির, ঝান্টু ও রাসেল।

তাদের বাড়ি ভোলা সদরের কাচিয়া গ্রামে। তারা মনপুরার খালেক মাস্টারের আড়তের জেলে বলে জানা গেছে।  

স্থানীয় আড়ৎদার ও জেলেরা জানান, বঙ্গোপসাগরের ভাসানচরে প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মাছ শিকার করছিলেন জেলেরা।  
এ সময় হঠাৎ প্রবল স্রোতের কবলে পড়ে বাশেদ মাঝি ও নোমান মাঝির দু’টি ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিক নোমান মাঝির ট্রলারের জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও বাশেদ মাঝির ট্রলারের ৬ জেলে নিঁখোজ হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্তও তাদের সন্ধান মেলেনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী বাংলানিউজকে জানান, ট্রলার ডুবির খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছে। কোস্টগার্ডের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার নুরুজ্জামান শেখ বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম টহলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।